এবার সাজাপ্রাপ্ত আসামিরাও যোগ দিতে পারবে রাশিয়ার সেনাবাহিনীতে, এ সংক্রান্ত একটি বিল পাস করেছে দেশটির পার্লামেন্ট। খবর ইউরোনিউজের।
বুধবার (১৪ জুন) বেশ কিছুদিন ধরেই আলোচিত এ বিলটি উত্থাপন করা হয় স্টেট ড্যুমায়। পার্লামেন্ট ডুমার অনুমোদনে আইনে পরিণত হয়েছে বিলটি। এর ফলে, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তদের সাথে চুক্তি করবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কোনো অপরাধে তদন্ত হয়েছে, আদালতে শুনানি চলছে বা অভিযুক্ত হয়েছে তবে সাজা কার্যকর হয়নি এমন যে কোনো অপরাধী এখন থেকে যোগ দিতে পারবে সেনাবাহিনীতে। তবে যৌন হয়রানি, সন্ত্রাসবাদ, দেশদ্রোহিতা বা উগ্রবাদের সাথে জড়িতদের এ সুযোগ দেয়া হবে না।
বিশেষজ্ঞরা বলছেন, ফ্রন্টলাইনে বহু সংখ্যক রুশ সেনারা হতাহত হওয়ায় তাদের শূন্যস্থান পূরণে তড়িঘড়ি করছে মস্কো।
/এসএইচ
Leave a reply