নাটোরের লালপুরে বাস-লেগুনা সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম সামসুন নূরকে প্রত্যাহার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের বগুড়া জোনের এএসপি মোজাম্মেল হোসেন। তিনি জানান, সামসুন নূরকে প্রত্যাহার করে বগুড়া অফিসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় গঠিত ৩ সদস্যের তদন্ত দল নাটোরে উদ্দেশে রওনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গত ২৫ আগস্ট লালপুর উপজেলার কদিমচিলান নামক স্থানে বাস ও লেগুনার সংঘর্ষে নিহত হয় ১৫ জন। এ ঘটনায় বনপাড়া হাইওয়ে থানায় বাস ও লেগুনার চালক-হেলপারসহ ৭ জনকে আসামি করে মামলা হয়।
Leave a reply