সাভারে কিস্তির টাকা চাওয়ায় এনজিও কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

|

অভিযুক্ত শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি:

সাভারে কিস্তির টাকা চাওয়ায় রেজাউল করিম নামের এক এনজিও কর্মীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত শাহিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে ৩০ হাজার টাকা লোন তোলেন শাহিন নামের ওই পোশাক শ্রমিক। সাপ্তাহিক কিস্তি আড়াই হাজার টাকা হলেও নির্ধারিত সময়ে টাকা দিতে ব্যর্থ হন তিনি। এ নিয়ে গত বুধবার (১৪ জুন) মাঠকর্মীর সঙ্গে তার তর্কবির্তক হয়। একপর্যায়ে শাহিন এনজিও কর্মী রেজাউল করিমকে মারপিট শুরু করেন। এতে ঘটনাস্থলেই রেজাউলের মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ ভাড়া বাড়ির সিঁড়ির নিচে রেখে দেয় ঘাতক।

জানা গেছে, নিহত রেজাউল করিম বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মী। সে পাবনা জেলার ভাঙ্গুরিয়া থানার চৌগাছা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply