বিয়ের দাবিতে ৫ দিন ধরে ভাতিজার বউয়ের অনশন, চাচা শ্বশুর পলাতক

|

স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:

বিয়ের দাবিতে চাচা শ্বশুরের বাড়িতে ৫ দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বউ বিলকিস আক্তার (২২)। অনশনের খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন চাচা শ্বশুর দিলু মিয়া (২৬)। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন ভাতিজার বউ বিলকিস আক্তার। ঘটনাটি ঘটেছে নেত্রকোণার মদন উপজেলার পৌরসভার বাড়িভাদেরা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিলকিস আক্তারের বাড়ি উপজেলার চানগাও ইউনিয়নের আলিয়ারপুর গ্রামে। ৪ বছর আগে পৌরসভার বাড়িভাদেরা গ্রামের দুলাল মিয়ার ছেলে রুহুল আমিনের সাথে বিয়ে হয় তার। দাম্পত্য জীবনে তাদের ৩ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। বিলকিস আক্তারের স্বামী রুহুল আমিনের সাথে দেখা করতে প্রতিবেশী তৈয়ব আলীর ছেলে দিলু মিয়া প্রতিদিন তাদের ঘরে যাওয়া আসা করতেন। এক পর্যায়ে বিলকিস আক্তার ও দিলু মিয়া পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। গত ৭ দিন আগে গভীর রাতে দিলু মিয়ার সাথে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্বামী রুহুল আমিন। স্ত্রীর পরকীয়া জেনে গিয়ে তার সাথে সংসার না করার কথা জানান স্বামী রুহুল আমিন। পরে বিলকিস আক্তার বিয়ের দাবিতে চাচা শ্বশুর দিলু মিয়ার বাড়িতে অনশনে বসেন। এ ঘটনার পর থেকে দিলু মিয়া পলাতক রয়েছেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর পর্যন্ত বাড়িভাদেরা গ্রামে দিলু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন বিলকিস আক্তার। এ সময় তিনি বলেন, দিলু সম্পর্কে আমার চাচা শ্বশুর হয়। প্রেমের ফাঁদে ফেলে আমার সাথে তিনি শারীরিক সম্পর্ক করেছেন। দিলুর সাথে শারীরিক মেলামেশা আমার স্বামী নিজের চোখে দেখেছেন। তাই আমার সংসার ভেঙে গেছে। এখন আমি বিয়ের দাবিতে দিলুর বাড়িতে অনশন করছি। বিয়ে না করলে তার ঘরেই আত্মহত্যা করবো।

দিলু মিয়ার বড় বোন রেখা আক্তার বলেন, বিয়ের জন্য কয়েকদিন ধরে আমাদের ঘরে অবস্থান করছেন বিলকিস আক্তার। কিন্তু আমার ভাই বাড়িতে না আসায় এ বিষয়ে কোনো সুরাহা হচ্ছে না। মেয়েটিকে নিয়ে এখন আমরা বিপদে আছি।

স্থানীয় পৌরসভার কাউন্সিলর হক্কু মিয়া জানান, বিয়ের দাবিতে ৫ দিন ধরে দিলু মিয়ার বাড়িতে তারই প্রতিবেশী ভাতিজার বউ অনশন করছেন। বিষয়টি আমি থানার ওসিকে জানিয়েছি। মেয়েটি যেকোনো সময় আত্মহত্যা করতে পারে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply