নেত্রকোণায় বাস চাপায় নিহত ১

|

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা ময়মনসিংহ সড়কের রাজেন্দ্রপুর এলাকায় যাত্রীবাহী বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বপ্না আক্তার (৮) নামের একজন নিহত হয়েছে। এসময় আরো ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু স্বপ্না আক্তার নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সবুজ মিয়ার কন্যা। আহতরা বারহাট্টা, কলমাকান্দা ও সদর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী স্বপ্না ঘটনাস্থলেই মারা যায়। এসময় ৬ জন সিএনজি যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় বাস ও সিএনজিটিকে আটক করেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply