জ্বলন্ত চুলার উপর এক মিনিট আপনার হাত রেখে দিন। মনে হবে যেন কেটে গেছে এক ঘণ্টা! আর, একজন সুন্দরী নারীর পাশে এক ঘণ্টা বসুন। মনে হবে, মাত্র এক মিনিট পার হয়েছে।
আপেক্ষিকতার ধর্মকে সহজবোধ্য করতে এমনটিই বলেছিলেন বিশ্ববরেণ্য তাত্ত্বিক পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন। এই উদাহরণ নিয়ে এখন ভাবতে পারে আফগানিস্তান ক্রিকেট দল। তাদের সামনে পড়ে আছে মিরপুর টেস্টের দুইদিন। ২ উইকেট হারানোর সাথে অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি হয়েছেন আহত। আফগানদের সামনে সীমিত রসদ নিয়ে পাহাড় অতিক্রমের লক্ষ্য! যে পাহাড়ের উপর দাঁড়িয়ে টাইগার পেসাররা ছুড়বেন একের পর এক আগুনে গোলা। সেই গোলা সামলে ৬৬২ রানের পাহাড় টপকানো রেকর্ডবইয়ে ঝড় তোলার নামান্তরই বৈকি। আর একটা পথ খোলা আছে আফগানিস্তানের সামনে। দুইদিন পার করে দেয়া। সে ব্যাপারেই আপেক্ষিকতার সূত্র এসেছিল ভূমিকা হিসেবে। প্রতিপক্ষের মাটিতে দুইদিন টিকে থাকার পরীক্ষাকে অনন্তের পথে কঠিনতম যাত্রার সাথে উপমিত করলে হয়তো ভুল হবে না!
মিরপুরে প্রথম তিনদিনের খেলা শেষে চিত্রটি এমন অনায়াস জায়গায় নিয়ে গেছে লিটন দাসের দল। নাজমুল হোসেন শান্তর টানা দুই ইনিংসে সেঞ্চুরির সাথে মুমিনুল হকের শতক, সেই সাথে বেশ কয়েকটি ফিফটি। গত কয়েকদিন ধরেই বাংলাদেশের রান মেশিন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার ওপর রাখা আস্থা যে দারুণভাবে সঞ্চারিত হয়েছে ব্যাট ও মানসিকতায়, তা দ্ব্যর্থহীনভাবে বলবে পরিসংখ্যান। আর শান্তর আত্মবিশ্বাসও যেন আবেশ প্রক্রিয়ায় ছড়িয়েছে মুমিনুল হকের ব্যাটে। আর সেটাও এতটাই যে, ২৬ ইনিংস পর পরম কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পেয়েছেন এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার। প্রথম ইনিংসে বড় রান না পেলেও দ্বিতীয়বার ব্যাট করতে এসে টাইগার অধিনায়ক লিটন দাসও খেলেছেন ৬৬ রানের ঝলমলে ইনিংস। একই ভূমিকায় আসবে জাকির হাসানের নামও। রান আউট হওয়ার আগে এই ওপেনার খেলে গেছেন ৭১ রানে দৃষ্টিনন্দন ইনিংস।
এবাদত হোসেনের বলে ধরা পড়েছে টেস্ট ক্রিকেটের আদিমতম সৌন্দর্য, ফাস্ট বোলিং রোমাঞ্চ। তাসকিন- শরিফুলরাও সবুজ উইকেটে তুলেছেন গতির ঝড়। আদায় করে নিয়েছেন বাড়তি বাউন্স ও সিম মুভমেন্ট। ঢাকার দর্শকরাও সাক্ষী হলো তাই নতুন সব দৃশ্যের। মিরপুরে টাইগার ফাস্ট বোলারের বাউন্সে ক্রিজে কুপোকাত সফরকারী ব্যাটার, এমন দৃশ্য যে হরহামেশা জন্ম নেয় না এখানে!
প্রতিপক্ষকে সর্বোচ্চ রানের লক্ষ্য দিয়েছেন বাংলাদেশ। তিনদিনের টেস্ট যুদ্ধ শেষে এটাই আসল খবর। আর এর পেছনে এক এক করে জ্বালানি দিয়ে গেছেন ব্যাট-বলকে তলোয়ার-গোলা বানিয়ে বীরত্ব দেখিয়ে যাওয়া লিটন দাসের বাহিনী। রণকৌশল নির্ধারণে আফগান শিবিরে আজ কাটতেই পারে নির্ঘুম রাত। রানের পাহাড়ে চড়ে মিরপুর দুর্গ জয় কঠিন নাকি অসম্ভব- সে নিয়েও চলতে পারে তর্ক। বাকি পথটাও ভীষণ কঠিন। টাইগারদের আক্রমণ থেকে কতক্ষণ বেঁচে থাকতে পারবে আফগানরা? জ্বলন্ত চুলার উপর হাত রাখলে এক মিনিটকেও যে এক ঘণ্টা মনে হয়!
/এম ই
Leave a reply