দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই বাইডেনকে দেয়া চিঠির উদ্দেশ্য: সম্প্রীতি বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেসম্যানদের চিঠির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ। সংগঠনটি জানিয়েছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেয়া কংগ্রেসম্যানদের চিঠির উদ্দেশ্য।

শুক্রবার (১৬ জুন) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, প্রেসিডেন্ট বাইডেনের কাছে লেখা চিঠিতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভুল তথ্য দেয়া হয়েছে।

সম্প্রীতি বাংলাদেশের বিবৃতিতে আরও বলা হয়, কংগ্রেসম্যানদের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং হিন্দুরা এদেশ ছেড়ে ভারতে চলে যাচ্ছে। এ সবই নাকি ঘটছে শেখ হাসিনার শাসনামলে। কংগ্রেসম্যানদের উল্লিখিত চিঠির ভিত্তিতে দেশে এবং বিদেশে চালানো হচ্ছে অপপ্রচার। ত্রিশ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের এই নোংরা ষড়যন্ত্রে আমরা মর্মাহত। জাতির জনক ও তার সুযোগ্য কন্যার মানবিক জীবনাদর্শ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এই অপপ্রচারের উদ্দেশ্য।

বিবৃতিতে আরও বলা হয়, কংগ্রেসম্যানদের চিঠির ভিত্তিতে দেশে এবং বিদেশে চালানো হচ্ছে অপপ্রচার। সংখ্যালঘুদের বিষয়ে শেখ হাসিনা নিজে কতখানি সংবেদনশীল সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে তার প্রতি সংখ্যালঘুদের আস্থার বিষয়টিও আমরা তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে নিয়ত উপলব্ধি করে চলেছি। মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে দেশে-বিদেশে যে অপপ্রচার চালানো হচ্ছে তা বাংলাদেশের জন্য অসম্মানের বলেও উল্লেখ করে সম্প্রীতি বাংলাদেশ।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply