গ্রিলিশের উদযাপনে অসন্তষ্ট সাউথগেট

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ইংলিশ ফুটবলার জ্যাক গ্রিলিশের উদযাপনের ধরন একদমই পছন্দ হয়নি ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের। শিরোপা উদযাপনে গ্রিলিশের একটা সীমারেখা মানা উচিত ছিল বলেও মনে করেন তিনি। আর এজন্যই, বিশ্বকাপ বাছাইয়ে মাল্টার সাথে ইংলিশদের প্রথম ম্যাচে গ্রিলিশকে বিশ্রামে রেখেছেন এ ইংলিশ কোচ। খবর গোলডটকমের।

ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ের রেশ এখনও কাটেনি ফুটবল বিশ্বে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছিল ম্যানসিটির খেলোয়াড় ও সমর্থকরা। তবে সব উদযাপনেরই একটা সীমারেখা থাকা উচিত বলে মনে করেন ইংল্যান্ডের জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেট।

ট্রেবল জয়ের পর আবেগী উদযাপন করতে দেখা গেছে আর্লিং হল্যান্ড ও জ্যাক গ্রিলিশদের। নিজেদের জার্সি খুলে শ্যাম্পেন গায়ে ঢেলে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। আর এ ধরনের উদযাপনেরই সমালোচনা করেছেন জাতীয় দলে গ্রিলিশের কোচ।

ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেন, উদযাপনের অবশ্যই একটি সীমারেখা থাকা উচিত। আমি ফুটবলারদের সঙ্গে কথা বলেছি, তাদের জানিয়েছি যে আমাদের ফোকাস কোথায় থাকা উচিত। আমি চাই যে আমার খেলোয়াড়রা নিজেদের নিয়ন্ত্রণ করুক। কী করা উচিত বা উচিত না, সেটায় গুরুত্ব দিক।

সাউথগেট আরও বলেন, আমি জানি যে তারা প্রত্যেকেই অভিজ্ঞ খেলোয়াড় এবং এ সপ্তাহের মধ্যে আমি তাদের আবারও সঠিক ব্যবস্থাপনায় আনতে পারবো। কিন্তু মূল সমস্যা হচ্ছে যে তারা তাদের উদযাপনের বিষয়গুলো সবার সামনে পোস্ট করেই যাচ্ছে। আমি আমার সবকিছু জনসমক্ষে আনা পছন্দ করি না। এ প্রজন্মের এই সমস্যাটা বেশ প্রকট।

এদিকে, কিছু দিনের মধ্যেই শুরু হবে বিশ্বকাপের বাছাইপর্ব। যেখানে মাল্টার বিপক্ষে ইংলিশদের প্রথম ম্যাচে গ্রিলিশকে বিশ্রাম দিয়েছেন সাউথগেট।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply