ওবায়দুর রহমান, মৌলভীবাজার:
মৌলভীবাজারে অধিক তাপমাত্রা আর স্বল্প বৃষ্টিপাতের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে চা শিল্পে। কুড়ি আসছে না গাছে। এরমধ্যে ক্যাটারপিলার নামে পোকার আক্রমণে অধিকাংশ চা বাগানে দেখা দিয়েছে ফলন বিপর্যয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, পাতাখেকো ক্যাটারপিলার জাতের পোকা ছড়িয়ে পড়েছে মৌলভীবাজারের চা বাগানগুলোতে। নষ্ট করছে সবুজ পাতা-কুড়ি। এতে বাগানগুলো ধারণ করেছে বিবর্ণ চেহারা। গাছে কুড়ি না আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাগান মালিকরা। ফলে নেতিবাচক প্রভাব পড়েছে জেলার চা শিল্পে।
বাংলাদেশ চা বোর্ডের পরিচালক ড. একেএম রফিকুল হক বলেন, ২০-৩০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে চা উৎপাদন ভালো হয়। এর চেয়ে বেশি তাপমাত্রা হলে গাছ তার খাদ্য উৎপাদন করতে পারে না। তীব্র তাপদাহ আর স্বল্প বৃষ্টিপাতের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে চাষিদের নানা পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
গত মৌসুমে পূরণ হয়নি উৎপাদন লক্ষ্যমাত্রা। তবে এবার প্রতিকূল আবহাওয়া থাকলেও লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আশাবাদী বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম।
চা বোর্ডের তথ্যমতে, চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি ২০ লাখ কেজি। এরমধ্যে, এপ্রিল পর্যন্ত মিলেছে ৭৬ লাখ ৩ হাজার কেজি। গত বছর দেশের ১৬৭ বাগানে উৎপাদন হয়েছিল ৯ কোটি ৩৮ লাখ ২৯ হাজার কেজি চা।
এএআর/
Leave a reply