রাতে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

|

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওদের প্রতিপক্ষ গিনি। এবারের ফিফা উইন্ডোতে ভিনিসিয়াস জুনিয়রের সমর্থনে বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে দু’টি আফ্রিকান দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

ব্রাজিল ও গিনির ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেনের বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টায়। সময়টা বড্ড খারাপই যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। ২০২১ সালে আর্জেন্টিনার কাছে কোপা শিরোপা খোয়ানোর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে পড়া। বিশ্বকাপ পরবর্তী প্রীতি ম্যাচে মরোক্কোর কাছে পরাজয়।

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন কোচ তিতে। সব মিলিয়ে এক কথায় বলা যায়, ব্রাজিল এখন ছন্দহীন-তালহীন। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৯ নম্বরে থাকা গিনির বিপক্ষে এটিই প্রথম ম্যাচ ব্রাজিলের। তাইতো নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে দল দু’টি।

কাতার বিশ্বকাপের পর থেকে অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে কাজ চালাচ্ছে ব্রাজিল। দুই প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে নেই নেইমার। ইনজুরি থেকে এখনো পুরো সেরে ওঠেননি এই তারকা। মেনেজেসের দলে নতুন মুখ চারজন। কাতার বিশ্বকাপে যাওয়া ২৬ ফুটবলারের ১৪ জন আছেন এবারের স্কোয়াডে।

ছবি: সংগৃহীত

গেলো বুধবার আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাই পর্বের ম্যাচে মিসরের কাছে ২-১ গোলে হেরেছে গিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে গিনি। তাদের বিপক্ষে নিশ্চিতভাবেই ফেভারিট হিসেবে মাঠে নামবে ব্রাজিল।

গিনির সঙ্গে খেলার পর ২০ জুন লিসবনে সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply