দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে বাধা যুক্তরাষ্ট্র: মাহমুদ আব্বাস

|

ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে বাধা যুক্তরাষ্ট্র। চীন সফরে এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বলেন, ফিলিস্তিনি জনগণের সাথে দ্বিমুখী আচরণ করছে যুক্তরাষ্ট্র।

মাহমুদ আব্বাস বলেন, দশকের পর দশক হয়ে গেলো, আন্তর্জাতিক কমিউনিটির সামনে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব তোলা হয়েছে। অনুমোদনও পেয়েছে। তবে বাস্তবায়ন হয়নি। যুক্তরাষ্ট্র চাইলেই যা সম্ভব হতো। তারা গণতন্ত্র ও ন্যায় বিচারের কথা বলে। তবে ফিলিস্তিনিদের বেলায় তার চর্চা করেনা। কাজের চেয়ে মুখেই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply