নজরকাড়া আয়োজনে উদযাপিত হলো জনপ্রিয় পপ ব্যান্ড- বিটিসি- এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল আলোকিত হয় আতশবাজির বর্ণচ্ছটায়। খবর রয়টার্সের।
বিটিএস এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠান আয়োজিত হয় হান নদীর উপকূলে। এটি উদযাপনে হাজির হন দেড় লাখ মানুষ।
অনুষ্ঠানে আতশবাজি ছাড়াও স্পিকারে বিটিএস এর বিভিন্ন গান শোনানো হয়। ছিল সবচেয়ে জনপ্রিয় সদস্য জান কুকের গল্পকথনও।
বিটিএস এর উত্থান, রেকর্ড, কস্টিউম আর প্রতিকৃতি নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। সবকিছুতেই ছিল দলটির অন্যতম প্রতীক ‘পার্পল’ রঙের জোরালো প্রভাব।
কোরিয়ান ব্যান্ডদল হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে বিটিএস এর একগুচ্ছ রেকর্ড। সমগ্র বিশ্বজুড়েই দলটির রয়েছে কোটি কোটি ভক্ত। বিটিএস কে-পপ দুনিয়ার অন্যতম প্রভাবশালী ব্যান্ড হিসেবেও বিবেচিত।
এসজেড/
Leave a reply