ইউরো বাছাইয়ে শনিবার ঘরের মাঠে বসনিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে পর্তুগাল। বার্নাদো সিলভা দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে দু’টি গোল করেন ব্রুনো ফার্নান্দেস। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে তারা।
লিসবনে প্রথম ২০ মিনিটের এলোমেলো ফুটবলের পর আচমকা গোল হজম করতে বসেছিল স্বাগতিক পর্তুগাল। বসনিয়ার ডিফেন্ডার আদ্রিয়ানের ক্রস শেষ মুহূর্তে কোনোমতে ফেরান গোলরক্ষক দিয়েগো কস্তা। চার মিনিট পর এর জবাব দেন ক্রিস্টিয়ানো রোনালদো। হেডে বল জালে পাঠালেও অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল।
ম্যাচের ৩৬ মিনিটে রোনালদো এবং হোয়াও ফেলিক্সের যুগলবন্দিতে আসে সাজানো আক্রমণ। সিআরসেভেনের ব্যাক হিল থেকে ফেলিক্সের জোরালো শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক। অবশেষে ৪৪ মিনিটে পর্তুগাল দেখা পায় কাঙ্ক্ষিত গোলের। দারুণ চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়ী মিডফিল্ডার বার্নাদো সিলভা। ১-০ গোলের লিডে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পরও টানা আক্রমণে চাপ ধরে রাখে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা। কিন্তু তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না তারা। ৭৭ তম মিনিটে গিয়ে দ্বিতীয় গোলের দেখা পায় পর্তুগাল। হেডে বল ঠিকানায় পাঠান ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। বসনিয়ার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও প্রায় শেষ হয়ে যায়। চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জোরালো শটে ব্যবধান আরও বাড়ান ব্রুনো। ক্লিনশিট রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
আরও পড়ুন: ব্রাজিলের বড় জয়ের রাতে বর্ণবাদ বিরোধী বার্তা
/এম ই
Leave a reply