দেশে ফিরে আবারও রাজনীতিতে সক্রিয় হবো: সালাহউদ্দিন আহমেদ

|

ছবি: বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

ট্রাভেল পাস হাতে পেলেও ভারতে চিকিৎসা শেষেই দেশে ফিরতে চান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। শিলং’য়ে যমুনা নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, গ্রেফতারকে ভয় পান না; দেশে ফিরে আবারও রাজনীতিতে যুক্ত হবেন। মানুষের ভোটাধিকারসহ অধিকার আদায়ে সোচ্চার থাকবেন।

২০১৫ সালে ঢাকা থেকে নিখোঁজের ৬১ দিন পর শিলং শহরে পাওয়া যায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে। এরপর ভারতের কারাগারে কিছুদিন থাকার পর জামিনে বেরিয়ে একটি গেস্ট হাউজেই পার করেছেন ৮ বছর। খালাস পেয়েছেন মামলা থেকে। দেশে ফিরতে পেয়েছেন ট্রাভেল পাস।

এক বিশেষ সাক্ষাৎকারে সালাহউদ্দিন আহমেদ বলেন, দিল্লিতে আমার কিডনি ও ঘাড়ে দুটো মেজর অপারেশন হয়েছিল। হার্টে স্টেন্ট আছে। প্রতি বছর কমপক্ষে ১ বার ফলোআপ করার কথা ছিল। কিন্তু কাগজপত্র না থাকায় এই ৫ বছরে তা হয়নি। এখন আমার প্রথম অগ্রাধিকার স্বাস্থ্য পরীক্ষা।

কোন পথে দেশে ফিরবেন এবং দেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমার বিরুদ্ধে দেশে বেশ কিছু মিথ্যা-বানোয়াট মামলা হয়েছে। আমি ঠিক জানি না তবে সংখ্যাটা খুব কম নয় বলে শুনেছি।

তিনি বলেন, আমার শারীরিক বা মানসিক ক্ষতি নয়, ক্ষতি হয়েছে দেশের, স্বাধীনতার, জননিরাপত্তার। আমাদের প্রধানতম উদ্দেশ্য হবে গণতন্ত্র উদ্ধার করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। দেশে ফিরে আবারও রাজনীতিতে সক্রিয় হতে চান বিএনপির এই রাজনীতিবিদ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply