গাজীপুরে ঝুট দ্বন্দ্বে গুলির ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার ৯, অস্ত্র উদ্ধার

|

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরে একটি কারখানার ঝুট ব্যবসার দখল নিতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও হামলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামি ব্ল্যাক শাহিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজ উদ্দিন মিয়ার ছেলে মো. বিপ্লব হোসেন, রাকিবুল ইসলাম শাহিন ওরফে ব্ল্যাক শাহিন, রাকিবুল হাসান, রাকিব উদ্দিন, মো. শাহজাহান, রায়হান মাহমুদ, মনির হোসেন, খায়রুল ইসলাম ও হৃদয় হোসেন।

রোববার (১৮ জুন) গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিতে অস্ত্রের মহড়ার ঘটনায় আহত শাহাদত হোসেনের মা কারিমুন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আজ (১৮ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শুক্রবার (১৬ জুন) সকালে মহানগরীর আদাবৈ পেয়ারাবাগান এলাকায় অস্ত্রের মহড়ার এ ঘটনা ঘটে। এ সময় হামলায় আহত হন আদাবৈ এলাকার বাসিন্দা ঝুট ব্যবসায়ী মোস্তফা কামালের ভাগনে শাহাদত হোসেন (৩৫)। অপর পক্ষের আতিকুর রহমান নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নেক্সট এক্সপোর্ট জোন লিমিটেড নামের পোশাক তৈরির একটি কারখানায় দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা করে আসছেন মোস্তফা কামাল নামের আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। শুক্রবার কারখানার ঝুট মালামাল বের করতে গেলে একদল যুবক তাদের বাধা দেন। পরে দুই পক্ষের লোকজনই ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ান। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেন একদল। আতঙ্ক ছড়াতে পরপর কয়েকটি গুলিও ছোড়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ৯ যুবক হাতে চাপাতি, চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্রসহ ছোটাছুটি করছেন।

এ নিয়ে রোববার (১৮ জুন) গাজীপুর মেট্রোপলিটন সদরে একটি সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান জানান, রাকিবুল ইসলাম শাহিন ওরফে ব্ল্যাক শাহিনের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গত শুক্রবার সকালে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ হয় দুই গ্রুপের। পরে, শাহাদাত ও আতিকুর নামের দু’জন গুলিবিদ্ধ হয়। পুলিশ আরো জানায়, গুলিবিদ্ধ দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারা দু’জনে এখন আশঙ্কামুক্ত।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply