সিলেট ব্যুরো:
সিলেটে কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে।
এছাড়া, সিলেট পয়েন্টে পানি বেড়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে। একইভাবে কুশিয়ারা নদীর সব পয়েন্টে বেড়েছে পানি।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, ভোগাই-কংস, সোমেশ্বরী ও যাদুকাটা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। সিলেট-সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হবার শঙ্কার কথাও জানানো হয়েছে।
/এমএন
Leave a reply