বন্যা-ভূমিধসে ভেসে গেলো সিকিমের ২৬ সেতু

|

বন্যা-ভূমিধসে ভেসে গেলো সিকিমের অন্তত ২৬টি সেতু। ভারতীয় রাজ্যটিতে এখনও আটকা তিন শতাধিক পর্যটক।

রোববার (১৯ জুন) পর্যন্ত সেনা সদস্যদের সহযোগিতায় উদ্ধার পেয়েছেন ২২শ’র বেশি পর্যটক। যাদের মধ্যে রয়েছেন ২৩ জন বাংলাদেশিও। শুক্রবার থেকে পার্বত্য অঞ্চলটিতে হচ্ছে ভূমিধস। এরফলে চুংথেং থেকে লাচুং ও লাচেনের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাদবাকি এলাকা। আটকা পড়েন সাড়ে তিন হাজার পর্যটক। তাদের উদ্ধারে নামে ভারতীয় সেনাবাহিনীর দুই বিশেষ ফোর্স। দুর্গত এলাকায় স্থাপন করে দুটি অস্থায়ী সেতু। সেগুলো দিয়েই নিরাপদ স্থানে সরানো হয় বিপুল সংখ্যক মানুষকে।

বর্তমানে সেনা ছাউনিতে রয়েছেন তারা। খাবার-ওষুধের পাশাপাশি দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply