পশু জবাইখানার আবর্জনা থেকে বায়োগ্যাস তৈরি করছে চুয়াডাঙ্গা পৌরসভা

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

বর্জ্য থেকে তৈরি হচ্ছে বায়োগ্যাস। সেই জ্বালানি ব্যবহার হচ্ছে না কাজে। সম্প্রতি চুয়াডাঙ্গা শহরের নিচের বাজারে পশু জবাইখানার বর্জ্য দিয়ে গ্যাস উৎপাদন শুরু করেছে পৌরসভা। এর সুবাদে সম্পদে পরিণত হয়েছে আবর্জনা। তৈরি হয়েছে উপার্জনের পথও।

কিছুদিন আগেও চুয়াডাঙ্গা শহরের নিচের বাজার এলাকায় পশুর বর্জ্য ও ময়লা আবর্জনার স্তূপ দেখা যেত। কিন্তু সে দৃশ্য এখন অনেকটাই পাল্টেছে। বাজারে জবাই করা পশু ও মাছের বর্জ্য এখন আর ফেলনা নয়। ময়লা আবর্জনা সম্পদে পরিণত হয়েছে। দুর্গন্ধ ছড়ানো উচ্ছিষ্ট থেকে তৈরি হচ্ছে বায়োগ্যাস। তা থেকে জ্বলছে চুলা।

চুয়াডাঙ্গা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া বলেন, ময়লা যে সম্পদে বা শক্তিতে পরিণত করা যায়, সেই উদাহরণ চুয়াডাঙ্গা পৌরসভা রেখেছে। আমি আশা করি, চুয়াডাঙ্গা পৌরসভা কর্তৃক যে মাথাভাঙা নদী দূষণের অভিযোগ আছে, তা আমরা ঘোচাতে পারব।

প্রথম পর্যায়ে নিচের বাজার এলাকায় ৫টি চায়ের দোকানে বায়োগ্যাসের সংযোগ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এর পরিধি বাড়বে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply