ঈদের আগে ভোজ্যতেলের দাম আরেক দফা কমানো হতে পারে: বাণিজ্যমন্ত্রী

|

ঈদুল আজহার আগে ভোজ্যতেলের দাম আরেক দফা কমানো হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, তবে বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় এখনই চিনির দাম কমানো যাচ্ছে না।

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় বাংলাদেশ-ইউকে বাণিজ্য সম্ভাবনা শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির দাম বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন মার্কিন ভিসানীতি বাংলাদেশ-আমেরিকার বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না। ইউরোপে নতুন নতুন পণ্যের রফতানির সম্ভাবনা তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, ব্রিটেনে পাটজাত পণ্য, চা, বাইক ও বাইসাইকেল রফতানির বিশাল সুযোগ আছে। এ সময় ব্রিটেনে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এইচএসবিসি এবং এফবিসিসিআইএর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply