ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে গ্রুপ-সি’র খেলায় নর্থ মেসিডোনিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। বুকায়ো সাকা’র হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেন হ্যারি কেইন। আর একটি করে গোলের দেখা পান মার্কাস রাশফোর্ড ও কেলভিন ফিলিপস। থ্রি লায়ন্সদের দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি নর্থ মেসিডোনিয়া।
নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে নর্থ মেসিডোনিয়াকে আতিথ্য জানায় ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ শানায় সাউথগেটের শিষ্যরা। স্বাগতিকদের আক্রমণের জোয়ারের সামনে শুরুতে দারুণ দৃঢ়তা দেখায় মেসিডোনিয়া। প্রথমার্ধের লম্বা একটা সময় কোনোভাবে ঠেকিয়ে রাখে সাকা, কেইন, র্যাশফোর্ডদের।
তবে ম্যাচের ২৯ মিনিটে ডেডলক ভাঙেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। লুক শ’র চমৎকার কাট ব্যাকে বল পেয়ে যান কেইন। আর তাতে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তিনি। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এ নিয়ে জাতীয় দলের হয়ে টানা ছয় ম্যাচে জালের দেখা পেলেন কেইন।
ম্যাচের ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা। কাইল ওয়াকারের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন আর্সেনালের এই ফরোয়ার্ড। এর সাত মিনিট বাদেই দলের তৃতীয় গোলটি করেন র্যাশফোর্ড। কেইনের বাড়িয়ে দেয়া বলে অনায়াসেই জালে জড়ান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় থ্রি লায়ন্সরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পেয়ে যায় ইংলিশরা। ম্যাচের ৪৭ মিনিটে ট্রেন্ট অ্যালেজান্ডার-আর্নল্ডের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বুলেট গতির শটে নিজের দ্বিতীয় ও দলের ৪র্থ গোলটি করেন সাকা। এর চার মিনিট পর আরেকটি গোলে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
৬৪তম মিনিটে গোল উৎসবে যোগ দেন ফিলিপস। জ্যাক গ্রিলিশের ক্রস ক্লিয়ার করার চেষ্টায় উল্টো বিপদ ডেকে আনেন মেসিডোনিয়ার এক ডিফেন্ডার। ফাঁকা জালে অনায়াসেই বল পাঠান একটু আগেই বদলি নামা ফিলিপস।
৭৩তম মিনিটে সফল স্পট কিকে দলের সপ্তম গোলটি করেন কেইন। জন স্টোনস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইংল্যান্ড। এই গোলের পরপরই কেইনকে তুলে নেন স্বাগতিক কোচ। বাকি সময়ে আর জালের দেখা পায়নি থ্রি লায়ন্সরা। মেসিডোনিয়াও পারেনি ব্যবধান কমাতে। শেষ পর্যন্ত ৭-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাউথগেটের শিষ্যরা।
চার ম্যাচে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড।
/আরআইএম
Leave a reply