রাশিয়ার দখলে থাকা ৮টি এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন। এমনটিই দাবি করছে কিয়েভ। অবশ্য এ বিষয়ে এখনও মুখ খোলেনি রাশিয়া। বিষয়টি স্বীকার করেছে রুশ কর্তৃপক্ষও। খবর বিবিসির।
কিয়েভের দাবি, রুশ বাহিনীর বিরুদ্ধে চলমান পাল্টা অভিযানে গত দুই সপ্তাহে এসব এলাকা উদ্ধার করা হয়েছে। গ্রামগুলো ইউক্রেনের জাপোরিঝিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকায় অবস্থিত।
রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটির খুব কাছেই অবস্থান এই গ্রামগুলোর। জাপোরিঝিয়া অঞ্চলে নিযুক্ত রাশিয়ার কর্মকর্তারাও গ্রামগুলো ইউক্রেনীয় বাহিনীর দখলে চলে যাওয়ার কথা স্বীকার করেছেন। এরইমধ্যে এলাকাগুলোর পুনরায় দখলে নিতে হামলা জোরদার করেছে রুশ বাহিনী।
এসজেড/
Leave a reply