রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় মা ও নবজাতক মারা যাওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ষড়যন্ত্র করে তাকে ভিলেন বানিয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. সংযুক্তা সাহা।
মঙ্গলবার (২০ জুন) সকালে রাজধানীর পরিবাগে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।
তিনি বলেন, শুধুমাত্র মুনাফা করতেই আমার অনুপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ভর্তি করেছে। নিহত আঁখির সার্জারির সময় আমি দেশের বাইরে ছিলাম। আমার টিকিট ও বোর্ডিং পাস আমার কাছে আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটর করিনি।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
ডা. সংযুক্তা আরও বলেন, এ বছরের মার্চে প্রয়াত আঁখি দু’বার সেন্ট্রাল হাসপাতালে আমাকে দেখিয়েছিলেন। এরপর আর আমাকে দেখাননি। আঁখি ডেলিভারির জন্য কুমিল্লার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু সেখানে ব্যর্থ হওয়ায় সেন্ট্রাল হাসপাতালে ভর্তির জন্য আসেন।
ইউএইচ/
Leave a reply