সাকিবকে ছাড়াই ওডিআই ও টি-টোয়েন্টি দলের ক্যাম্প শুরু কাল

|

সাকিব আল হাসানকে ছাড়াই বুধবার (২১ জুন) থেকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। আজ মঙ্গলবার সকালে কানাডা গেছেন সাকিব। অবশ্য সবকিছু ঠিক থাকলে ঈদের আগেই ঢাকায় ফিরবেন টি-টোয়েন্টি অধিনায়ক।

এদিকে, আফগানদের বিপক্ষে ঢাকা টেস্টে রেকর্ড গড়ে জয়ের পর ছুটিতে ক্রিকেটাররা। অধিকাংশ ক্রিকেটার নিশ্চিতভাবে পরিবার ও বন্ধুদের সাথে সময়টা উপভোগ করেছেন। কিন্তু বরাবরের মতোই ব্যতিক্রম একজন। মঙ্গলবার সকালেই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন মুশফিকুর রহিম। ইনডোর গ্রাউন্ডের নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেন। টেস্ট মেজাজের মোড়ক খুলে মারদাঙ্গা সাদা বলের ক্রিকেটে নিজেকে বদলে ফেলতে পুরোটা সময় আক্রমণাত্মক ব্যাটিং করেছেন মুশফিক। এরপর ইনডোরের বোলিং মেশিনে ব্যাটিং করার পর বৃষ্টি মাথায় নিয়ে ড্রেসিং রুমে ফিরেছেন মিস্টার ডিপেন্ডেবল।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এরপর মিরপুরে হাজির হন তরুণ পেসার হাসান মাহমুদ। তবে বোলিং নয় মূলত ব্যাটিংয়ে উন্নতি করতে ইনডোর বোলিং মেশিনে অনুশীলন করেছেন এই ক্রিকেটার। অনুশীলন শেষে প্যাড পরে ব্যাগ নিয়ে ড্রেসিং রুমে ফেরেন হাসান।

ঈদের আগে তিন দিন অনুশীলন করে ছুটিতে যাবে ক্রিকেটাররা। এরমধ্যে বুধ-বৃহস্পতি এই দুই দিন অনুশীলন করার পর শুক্রবার বিশ্রামে থাকবে ক্রিকেটাররা। পরদিন শনিবার অনুশীলন করে ঈদের ছুটিতে যাবেন সবাই। এরপর ১ জুলাই আবারও ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। চট্টগ্রামে ৫ জুলাই শুরু হবে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply