ইভিএমে ত্রুটি, রাজশাহীতে কিছু কেন্দ্রে ভোটগ্রহণ দেরিতে শুরু

|

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে কিছু কেন্দ্রে ভোটগ্রহণ শুরু করতে বিলম্ব হয়েছে। এ সময় ভ্যাপসা গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ক্ষোভ প্রকাশ করেন অনেক ভোটার।

বুধবার (২১ জুন) সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১৫৫টি কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হচ্ছে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন সকাল ৯টার দিকে নগরীর স্যাটেলাইট টাউন হাইস্কুলে ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আটকোশী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলামের সঙ্গে কুশল বিনিময় করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এদিকে, ভোটপ্রদান শেষে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দেন।

পদ্মা নদীর পাড়ের এই শহরের মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে মূল লড়াই হতে পারে। রাজশাহীতে এবারের মেয়র প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন, আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম এবং জাকের পার্টির মো. লতিফ আনোয়ার।

রাজশাহী সিটিতে ২৯টি ওয়ার্ডে ১১১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন ৪৬ জন। রাজশাহী নগরে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply