শফিক ছোটন, রাজশাহী থেকে:
ভ্যাপসা গরম, খানিকবাদে বৃষ্টি। ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি। তবুও দমে যাননি প্রতিবন্ধী ভোটাররা। ভোটারদের দীর্ঘ সারিতে রাজশাহীতে ভোট উৎসবে সামিল হয়েছিলেন তারাও। পাশাপাশি, ভোট দিয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটাররা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরীর আটকোষী কেন্দ্রে ভ্যাপসা গরমের মধ্যেও ভোটারদের উপচে পড়া ভিড়। এর মধ্যেই আবার নেমে আসে বৃষ্টি। হিমশিম অবস্থায় ভোটাররা। তারপরও ভোট দিতে এসেছেন প্রতিবন্ধী হিমেল। একই কেন্দ্রে বড় বোনের সহযোগিতা নিয়ে ভোট দেন মথুরডাঙ্গা মহল্লার প্রতিবন্ধী শিলু। ভোট উৎসবে শামিল হতে তাদের দমাতে পারেনি কেউ।
ভোট দিতে প্রতিবন্ধী, অসুস্থ ও প্রবীণদের সহযোগিতা করেছেন আনসার সদস্যরা। নগরীর ২২ নম্বর ওয়ার্ডে বরেন্দ্র কলেজ কেন্দ্রে ভোট দিতে দেখা মেলে আরেক প্রতিবন্ধী আজিজুলকে। ইভিএমে প্রথমবার ভোট দিতে পেরে খুশি তিনি।
এদিকে ভোট উৎসবে শামিল হয়েছিলেন হিজড়া ভোটাররাও। এবারের নির্বাচনে কাউন্সিলর পদে তাদের একজন প্রতিদ্বন্দ্বিতাও করেছেন।
প্রসঙ্গত, রাজশাহী সিটি করর্পোরেশন নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে চলছে ভোটগণনার কাজ।
এএআর/
Leave a reply