গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখালেন রোনালদো

|

ছবি: সংগৃহীত

প্রথম ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার (২০ জুন)  ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে এমন অনন্য রেকর্ড গড়েন রোনালদো। এই পর্তুগিজ তারকা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন।

এই দিন রোনালদোকে সম্মান জানায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ১৯ বছর ৩০৪ দিন বয়সে তিনি ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। তার যাত্রাটা শুরু হয়েছিল ২০ বছর আগে কাজাখস্তানের বিপক্ষে ২০০৩ সালের ২০ আগস্ট।

ইউরো-২০২৪ বাছাইয়ে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। খেলার প্রায় অন্তিম মুহূর্তে সিআর সেভেনের করা গোলেই ১-০তে জয় পায় দেশটি। প্রথমে সেটি অফসাউডে বাতিল করা হলেও ভিএআরের মাধ্যমে গোলের সিদ্ধান্ত জানান রেফারি। জাতীয় দলের হয়ে এটি ছিল রোনালদোর রেকর্ড ১২৩তম গোল। যা আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ।

ম্যাচ শেষে রোনালদো বলেন, আমার জন্য এটা অবিশ্বাস্য একটি অর্জন, এটা অসাধারণ। এবং শেষ মূহূর্তের জয়সূচক গোল, এটি আরও বিশেষকিছু। আমরা খুব একটা ভালো খেলিনি। কিন্তু মাঝে মাঝে ফুটবল এমনই এবং আমরা একটি গোল করেছিলাম, আমার মনে হয়েছে আমাদের এটা প্রাপ্য ছিল। ২০০তম ম্যাচে অধিনায়কত্ব করতে পেরে আমি খুশি, কিন্তু গোল সেটা আরও বিশেষ কিছু।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply