বাসাইলের পৌর মেয়র হলেন ‘গামছা’ প্রতীকের রাহাত হাসান টিপু

|

বাসাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী রাহাত হাসান টিপু। ছবি: সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত ‘গামছা’ প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রহিম আহমেদ পেয়েছেন ৪৬২১ ভোট। এতে ১২১ ভোটে বিজয়ী হয়েছেন তিনি।

এছাড়া, নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এনামুল করিম অটল পেয়েছেন ৪৩৫৪ ভোট।

বুধবার (২১ জুন) সন্ধ্যায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান বাসাইল উপজেলা হলরুম থেকে বেসরকারিভাবে পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান জানান, ভোটাররা ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে মহিলা ভোটারের উপস্থিতিই ছিল বেশি। সব মিলিয়ে বাসাইল পৌর নির্বাচনে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়েছে।

উল্লেখ্য, বাসাইল পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply