অনেকেই দ্রুত যুদ্ধের ফলাফল চাইছেন। তারা ভাবছেন যে এটা বুঝি হলিউডের কোনো সিনেমা। কিন্তু, এটা মোটেও কোনো সিনেমা না- বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর বিবিসির।
বুধবার (২১ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি। এ সময় পাল্টা আক্রমণে ইউক্রেনীয় সেনাদের ধীরগতির কথা স্বীকার করেন জেলেনস্কি। তার অভিযোগ, প্রায় সব রাস্তায়ই স্থলমাইন পুঁতে রেখেছে রুশ বাহিনী। এজন্য কমে গেছে অভিযানের গতি।
জেলেনস্কি বলেন, প্রত্যাশার চেয়ে কিছুটা ধীর গতিতে চলছে আমাদের পাল্টা অভিযান। তবে সেনাদের ওপর কোনো চাপ দেয়া হচ্ছে না। ৭৭ হাজার বর্গমাইল এলাকাজুড়ে স্থলমাইন পুতে রেখেছে মস্কো বাহিনী। তবে আমরা মোটেও থেমে নেই। পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছি।
/এসএইচ
Leave a reply