মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক’ নাচের সেই হ্যাট নিলামে তোলা হচ্ছে

|

মুনওয়াক নাচ দিয়ে বিশ্বকে তাক লাগিয়েছিলেন মাইকেল জ্যাকসন। এই পপ-সুপারস্টার প্রথমবার যখন মুনওয়াক করেছিলেন, সেসময় যে কালো হ্যাট পরেছিলেন (ব্ল্যাক ফেদোরা) এবার সেটি নিলামে তোলা হচ্ছে। খবর এএফপির।

হ্যাটটির সম্ভ্যাব্য মূল্য বলা হচ্ছে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরো। আগামী ২৬ সেপ্টেম্বর নিলাম বিষয়ক প্রতিষ্ঠান দ্রুয়োত তাদের সংগ্রহে থাকা পপ-সুপারস্টারের এই হ্যাটটি নিলামে তুলবে।

১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের একপর্যায়ে ‘মুনওয়াক’ নাচের ঝলক দেখান মাইকেল জ্যাকসন। পরবর্তী সময়ে এই নাচ তার ‘ট্রেডমার্ক’-এ পরিণত হয়। সামনে হাঁটার ভঙ্গি করে অনায়াসে পেছনের দিকে যাওয়ার এই নাচ জ্যাকসন ভক্তদের মাঝে তুমুল জনপ্রিয়তা পায়।

আগামী সেপ্টেম্বরে ফ্রান্সের প্যারিসে সংগীত জগতের বিভিন্ন স্মারক নিয়ে একটি নিলামের আয়োজন করা হচ্ছে। ওই নিলামে জ্যাকসনের হ্যাট ছাড়াও সংগীত জগতের আরও যেসব স্মারক তোলা হবে তার মধ্যে আছে— মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনার একটি স্বর্ণপদক, টি বোন ওয়াকারের একটি গিটার ও ব্রিটিশ সংগীতশিল্পী মার্টিন গোরের ব্যবহৃত একটি স্যুট।

/এএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply