অর্থনৈতিক নীতি পাল্টালো এরদোগান সরকার

|

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ছবি: সংগৃহীত

তুরস্কের দীর্ঘদিনের অর্থনৈতিক নীতি পাল্টেছে এরদোগান সরকার। দেশটিতে সুদের হার সাড়ে ৮ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। খবর এপি’র।

বৃহস্পতিবার (২২ জুন) এ ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হাফিজে গায়ে এরকান।

এর আগে, আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো ৪০ শতাংশ পর্যন্ত সুদের হার বৃদ্ধির পরামর্শ দিয়েছিল। সাধারণত কোনো দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে, সুদের হার বৃদ্ধির মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করা হয়। যদিও প্রেসিডেন্ট এরদোগানের মনে করতেন সুদের হার কম রাখলে; অর্থনীতি দীর্ঘমেয়াদে লাভবান হবে। কিন্তু, সে অবস্থান থেকে অবশেষে সরে আসলো তুরস্ক।

গত অক্টোবরে রেকর্ড ৮৫ দশমিক ৫ শতাংশে পৌঁছে তুরস্কের মুদ্রাস্ফীতি। ভয়াবহ হারে কমতে শুরু করে লিরার দাম। দ্রব্যমূল্য চলে যায় সাধারণের নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে সুদের হার বাড়িয়ে অর্থনৈতিক নীতির পরিবর্তন আনলো এরদোগান প্রশাসন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply