ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সরকারি সাত কলেজে সেশন জট ও ফল প্রকাশে বিলম্ব হওয়ার সমাধান অনেকাংশই হয়ে গেছে। তারপরও যেসব ত্রুটি আছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
শনিবার (২৪ জুন) সকালে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হলো সাত কলেজের সব ইউনিটের ভর্তি পরীক্ষা।
সরকারি তিতুমির কলেজে সাংবাদিকদের আখতারুজ্জামান বলেন, পরীক্ষায় কোনো জটিলতা দেখা যায়নি। ভর্তিচ্ছুরাও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।
এর আগে প্রযুক্তি ইউনিট, গার্হস্থ্য অর্থনীতি ইউনিট, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং বিজ্ঞান ইউনিটের ভর্তী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এটিএম/
Leave a reply