জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া বাংলাদেশিদের কারও বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে কিনা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটির প্রকাশিত এক পাবলিক স্টেটম্যানটে এই আহ্বান জানানো হয়। বিশেষ করে শান্তিরক্ষা মিশনে অবদান বেশি এমন বাহিনীগুলোর সদস্যদের বিষয়ে আরও স্বচ্ছ্বতা ও জবাবদিহিতা চায় সংস্থাটি।
এছাড়া উচ্চ পদস্থ অফিসারদের বেলায় বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার কথাও বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশে র্যাবের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অভিযোগগুলোও উল্লেখ করা হয় ওই পাবলিক স্টেটমেন্টে।
এটিএম/
Leave a reply