রক্তপাত এড়াতে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাওয়া বন্ধ করেছে ওয়াগনার বাহিনী। ভাড়াটে এই বাহিনীর প্রধান প্রিগোজিন নিজেই সৈন্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন, মস্কো অভিমুখে অভিযান থেকে ফেরত আসতে। এক অডিও বার্তায় তিনি এই নির্দেশনা দিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের।
দেশটিতে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় সমঝোতার পর এ ঘোষণা আসে। রক্তপাত থামানো এবং বিদ্রোহীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এই সমঝোতা হয়েছে।
লুকাশেঙ্কো বলেছেন, ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের মস্কো যাওয়া বন্ধ করতে তিনি প্রিগোজিনের সঙ্গে আলোচনা করেছেন।
একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার অভ্যন্তরে ওয়াগনার সেনাদের বিদ্রোহ যাত্রা বন্ধের বিষয়ে লুকাশেঙ্কোর প্রস্তাব গ্রহণ করেছেন প্রিগোজিন। একইসঙ্গে উত্তেজনা নিরসনে বেশকিছু পদক্ষেপও নেয়া হয়েছে।
এদিকে, প্রিগোজিনের বাহিনী মস্কোর প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল। রাশিয়ার রোস্তভ শহর দখল করে সেখান থেকে মস্কোর উদ্দেশে যাত্রা শুরু করে তারা। বাহিনীটি রুশ-ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল মস্কোর হয়ে।
/এমএন
Leave a reply