ওয়াগনার গ্রুপের বিদ্রোহ ঘোষণার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থান নিয়ে ছড়ায় গুজব।
পুতিন মস্কো ছেড়ে পালিয়েছেন শোনা যায় এমন কথাও। ফ্লাইট ট্র্যাকিংয়ে দেখা যায় শনিবার (২৪ জুন) রাজধানী ছেড়ে যায় দু’টি প্রেসিডেন্সিয়াল বিমান। এতে গুজব আরও ডালপালা ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে আলোচনা।
রাত্রিকালীন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিও দাবি করেন, মস্কো ছেড়ে পালিয়েছেন পুতিন। তবে রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকোভ নিশ্চিত করেন, ক্রেমলিনেই রয়েছেন পুতিন। নিজ কার্যালয় থেকেই পরিচালনা করছেন সব কার্যক্রম।
এটিএম/
Leave a reply