বাফুফের দুর্নীতির অনুসন্ধান চলবে; চেম্বার আদালত থেকে কাজী সালাউদ্দিনের আবেদন প্রত্যাহার

|

ফাইল ছবি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ সংস্থার অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।

তবে, ফিফার দেয়া অর্থের বিষয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আদেশে স্থিতাবস্থা জারি করা হয়েছে। রোববার (২৫ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী এই আদেশ দিয়েছেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে, বৃহস্পতিবার বাফুফের ৩ কর্তাসহ ফেডারেশনের সব বিষয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয় চেম্বার আদালতে। কিন্তু আজ এই আবেদন প্রত্যাহার করে নেন কাজী সালাউদ্দিনের আইনজীবী। বাফুফে সভাপতির আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলকে না জানিয়েই তিনি এ আবেদন করেছিলেন।

গত ১৫ মে কাজী সালাউদ্দিন, আব্দুস সালাম মুর্শেদী ও আবু নাঈম সোহাগসহ বাফুফের সব বিষয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply