ভারত সিরিজের দলে নেই জাহানারা

|

ছবি: সংগৃহীত

ভারতীয় নারীদের বাংলাদেশ সফরের জন্য ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেসার জাহানারা আলম নেই এই দলে। অনুশীলন শুরু ১ জুলাই, সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৯ জুলাই।

দুই সিরিজের জন্যই ঈদের পর শুরু হতে চলা ক্যাম্পের ২০ জনের নাম জানিয়েছে বিসিবি। নতুন দায়িত্ব নেয়া দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সজল চৌধুরীর দেয়া স্কোয়াডে ঠাঁই হয়নি ছন্দে না থাকা অভিজ্ঞ পেসার জাহানারার। ক্যারিয়ারে একবার শৃঙ্খলাভঙ্গের কারণে বাদ পড়েছিলেন তিনি। জাহানারা না থাকলেও ফিরেছেন সালমা। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে বাদ পড়েছিলেন তিনি।

সাদা বলের সিরিজ খেলতে আগামী ৬ জুলাই ঢাকায় আসবে ভারতীয় নারী দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য। ভারত সিরিজের পর এ বছর নিগার সুলতানার দল আরও দুটি সিরিজ খেলবে। জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজ শেষে মাস দু’য়েকের আন্তর্জাতিক সূচি নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারী, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি এবং ফাহিমা খাতুন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply