স্টাফ করেসপনডেন্ট, যশোর:
যশোরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে জসিম উদ্দিন (২৮) নামে যুবক নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টার দিকে যশোরের বকচর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জসীম উদ্দিন মণিরামপুরের হাকোবা গ্রামের বাসিন্দা ও স্থানীয় ভাই ভাই গোল্ডেন হ্যাচারির ম্যানেজার পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে ব্যবসার কাজে মণিরামপুর থেকে যশোরে যান জসিম। এরপর, বকচর শেখ হাসিনা সফটওয়্যার পার্ক এলাকায় দুবৃর্ত্তদের ছুরিকাঘাতের শিকার হন তিনি । এরপর, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জসিমকে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জসিমের ভাই নয়ন হোসেন বলেন, হ্যাচারির কাজ শেষে রিপন নামে এক সহকর্মীর সাথে মোটরসাইকেল যোগে যশোরে যান জসিম। ঠিক কি কারণে জসীম যশোরে গিয়েছিলেন সেটা আমরা জানি না। রাতে খবর পেয়েছি জসিমকে কারা নাকি ছুরি মেরেছে। তার মরদেহ হাসপাতালের মর্গে আছে। এসে দেখি ভাইয়ের মরদেহ মর্গে। এর বেশি কিছু আর বলতে পারছি না। রিপন নামে ভাইয়ের যে সহকর্মী ছিলেন তার ফোনও এখন বন্ধ পাচ্ছি।
যশোর কোতয়ালী মডেল থানার ওসি তাজুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, মরদেহ মর্গে রয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
/এসএইচ
Leave a reply