প্রতি বছরই ঈদের পর বিএনপি আন্দোলনের ডাক দেয়, আর হাঁক-ডাকেই সীমাবদ্ধতা থাকে: শিক্ষামন্ত্রী

|

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

বিএনপি প্রতিবছর ঈদের পরই আন্দোলনের ডাক দেয়। কিন্তু তারা শুধু হাঁক-ডাকে সীমাবদ্ধতা থাকে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যে আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনও সফল হয় না।

মঙ্গলবার (২৭ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে স্কুল শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আমরা বীরের জাতি। তাই কোনো চাপের কাছে বাংলাদেশ মাথানত করে না। মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। বঙ্গবন্ধু বলে গেছেন, বাঙ্গালিরা কখনও কারো কাছে নতজানু হতে পারে না।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply