ভয়াবহ ভূমিধস ও বন্যায় বিপর্যস্ত চীন, নিহত ৪

|

ভয়াবহ ভূমিধস ও বন্যার কবলে পড়েছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। বুধবার (২৮ জুন) পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৯০০ এর বেশি মানুষকে। খবর এপির।

জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুসারে, এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। অন্তত ৪০০ উদ্ধারকর্মী এবং ফায়ার ব্রিগেড সদস্য জড়িত আছেন এই উদ্ধার তৎপরতায়।

আকস্মিক এই দুর্যোগে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েনশুয়ান কাউন্টি। সেখানে প্রবল স্রোতে ভেসে গেছে বহু ঘরবাড়ি। যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। হেলিকপ্টারের মাধ্যমে সরিয়ে নেয়া হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের।

২০০৮ সালে এই অঞ্চলে ৮ মাত্রার জোরালো ভূমিকম্প হয়। সেসময় প্রাণ হারান সাড়ে ৮৭ হাজার মানুষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply