সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

|

সৌদি আরবসহ বিশ্বের নানা দেশে বুধবার (২৮ জুন) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে, কাবা শরিফসহ সৌদি আরবের মসজিদগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানও। খবর গাল্ফ নিউজের।

বুধবার ঈদুল আজহা উপলক্ষ্যে মসজিদুল হারামের নামাজে অংশ নিয়েছেন সৌদি রাজ পরিবারের সদস্যরা। সেখানে ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানও। অন্যান্য মসজিদগুলোতেও নির্দিষ্ট বিরতি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে ঈদ জামাত। তারপরই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন মুসলিমরা।

কাতারের লুসাইলে ঈদ জামাতে অংশ নেন আমির শেখ তামিম। নামাজ শেষে উপস্থিত মুসলিমদের সাথে কোলাকুলি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এদিকে, সৌদি আরবের রিয়াদে স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মসজিদ, আব্দুল আজিজ পার্ক, আল রাজি মসজিদ’সহ বিভিন্ন স্থানে একযোগে হয় জামাত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply