দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর এ শহিদ মাঠ

|

দিনাজপুর গোরে শহিদ ঈদ্গাহ (ফাইল ছবি)।

ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ঈদ জামাতের প্রস্তুতি নেয়া হচ্ছে দিনাজপুরের গোর এ শহিদ ঈদগাহ মাঠে।

জানা গেছে, মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে প্রথমবারের মতো পার্বতীপুর ও ঠাকুরগাঁও থেকে ঈদ জামাত স্পেশাল ট্রেনের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে। আয়োজকদের দাবি, গতবার প্রায় ৪ লাখ মুসল্লি এ মাঠে ঈদের নামাজ আদায় করায় এবার প্রায় ৬ লক্ষ মানুষের প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পাঁচ স্তরের নিরাপত্তা বলয়ের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গোরে শহীদ মাঠে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে, বৃষ্টির কথা মাথায় রেখেই ঈদ জামাতের প্রস্তুতি নেয়া হচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে প্রথম জামাত। ৪ স্তরের নিরাপত্তা বলয় থাকবে এ ঈদগাহ ময়দানে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply