ট্রাফিক আইন অমান্য করায় কিশোরকে গুলি করে হত্যা, বিক্ষোভে উত্তাল প্যারিস

|

ছবি: সংগৃহীত

ফ্রান্সে ট্রাফিক আইন অমান্য করায় ১৭ বছরের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। খবর রয়টার্সের।

নায়েল এম নামের ওই কিশোরকে গুলি করার সময়কার একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, একটি গাড়ি থামিয়ে ড্রাইভারের দিকে গুলি তাক করে রেখেছেন এক পুলিশ কর্মকর্তা। এ সময় আরও এক পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পরেই শুনতে পাওয়া যায় গুলির আওয়াজ। এর মিনিট খানেকের মধ্যেই গাড়িটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়। কিছুক্ষণের মধ্যেই মারা যায় ওই কিশোর। বুলেটের আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

এদিকে, পুলিশের হাতে কিশোর নিহতের ঘটনায় বিক্ষোভে উত্তাল রাজধানী প্যারিস। বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। ভাংচুর করেছে বেশ কয়েকটি বাস স্ট্যান্ড। এ সময় পুলিশ স্টেশনের আশপাশে অবস্থান নেয় তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। গ্রেফতার হয়েছে কমপক্ষে ২০ জন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply