রাত পোহালেই ঈদুল আজহা। শেষ মুহূর্তে জমজমাট বেচাকেনা চলছে কোরবানির হাটগুলোতে। বৈরী আবহাওয়া ও বৃষ্টির বাগড়ার মধ্যেই কোরবানির পশু পছন্দ করছেন ক্রেতারা।
রাজশাহী, সিলেট, খুলনা, রংপুরসহ বিভাগীয় শহরগুলোতে স্থায়ী হাটের পাশাপাশি বসেছে অস্থায়ী হাট। এসব হাটে গরু-ছাগলের পাশাপাশি বিক্রি হচ্ছে মহিষ। প্রতিবারের মতো এবারও ক্রেতাদের পছন্দ শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকৃতির দেশি গরু।
ঈদের আগের দিন ভারি বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে ক্রেতা-বিক্রেতাদের। টানা বৃষ্টির কারণে পশুর দাম পড়ে গেছে বলে দাবি ব্যাপারিদের। হাটে গরুর আমদানি পর্যাপ্ত থাকলেও দাম বেশির অভিযোগ ক্রেতাদের। জানা গেছে, অধিকাংশ হাটে বহু সংখ্যক কোরবানির পশু এখনো বিক্রি অপেক্ষায় রয়েছে।
এএআর/
Leave a reply