বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত

|

ফাইল ছবি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত শেষে এখন চলছে দ্বিতীয় জামাত।

প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। নামাজে মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের খাদেম আব্দুল হাদী।

প্রবল বৃষ্টি উপেক্ষা করেই জামাতে অংশ নেন মুসল্লিরা। জামাত শেষে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। নামাজ শেষে মহান আল্লাহ পাকের রহমতের জন্য তারা পশু কোরবানি করবেন।

প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে জামাতগুলো। দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply