রাজধানীসহ সারাদেশে বৃষ্টি

|

ফাইল ছবি

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ সকাল থেকে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। এমন ভারি বৃষ্টি আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও, থেমে থেমে বৃষ্টিপাত হবে আরও সাতদিন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে রাজধানীতে অতি ভারী বর্ষণ হয়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সারাদেশেই আগামী ২৪ ঘণ্টায় ভারী ও অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নৌ বন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply