ফুটবলারদের ১ কোটি টাকা বোনাসের ঘোষণা কাজী সালাউদ্দিনের

|

জামাল ভূঁইয়ার ফেসবুক পেজ থেকে সংগৃহীত ছবি।

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এমন খুশির খবরে জামাল ভূঁইয়াদের জন্য ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। জানানো হয়েছে, আগামী ১ জুলাই প্রথম সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে জিতে ফাইনালে উঠতে পারলে আরও ৫০ লাখ টাকা দেয়া হবে।

জামালদের বোনাস প্রসঙ্গে বাফুফে সভাপতির বরাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন, টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ দল সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য ৫০ লাখ টাকা এবং ফাইনালে উঠতে পারলে আরও ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন বাফুফে সভাপতি।

সেমিফাইনালে ভালো খেলতে এ ঘোষণা জামাল-মোরসালিনদের আরও বেশি অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস বাফুফের কর্তাদের।

২০০৯ সালের পর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সাফের সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০০৫ সালে পাকিস্তানের করাচীতে। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল একবারই ২০০৩ সালে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply