আইভরি কোস্টে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ৭

|

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের রাজধানী আবিদজানে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ৭ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

ভবনটির তত্ত্বাবধায়ক ও নির্মাতা জার্দিন ইয়োরো বলেন, স্থানীয় সময় শুক্রবার (৩০ জুন) দুপুরের দিকে শ্রমিকেরা নির্মাণাধীন ছয়তলা ভবনটির ছাদে হঠাৎ ফাটলের শব্দ শুনতে পান। এরপরই ছাদটি ধসে পড়তে শুরু করে।

জার্দিন ইয়োরো বলেন, আমরা ভয় পেয়ে দৌড়াতে শুরু করি। কিন্তু মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যেই ভবনটি ধসে পড়ে।

পরে জরুরি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছেন। একই সময় গুরুতর আহত অবস্থায় ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জরুরি উদ্ধার ইউনিটের প্রধান চার্লস পাওলো।

বর্ষা মৌসুমে আইভরি কোস্টসহ পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশগুলোতে প্রায়ই ভবনধসের ঘটনা ঘটে। এর পেছনে বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করা ও নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা।

গত বছর ফেব্রুয়ারি ও মার্চে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবিদজানে দুটি ভবনধসে ১৩ জন নিহত হয়েছিলেন। তখন আইভরি কোস্ট সরকার বলেছিল, নিয়ম মেনে ভবন তৈরির ব্যপারে বাধ্যবাধকতা তৈরির প্রতি সরকার আরও জোর দেবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply