নেত্রকোণায় বৃদ্ধি পাচ্ছে নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

|

স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণায় টানা কয়েকদিনের বর্ষণে কংস, সোমেশ্বরী ধনু এবং উব্ধাখালি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এসব নদীগুলোর মধ্যে কলমাকান্দার উব্ধাখালি নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এরিমধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামে বন্যার পানি ঢুকছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply