বন্ধুর বৌভাতে উপহার কাঁচা মরিচ!

|

বন্ধুর বিয়েতে কাঁচা মরিচ উপহার দেয়ার এই ছবি এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্টাফ করেসপন্ডেন্ট, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জে বন্ধুর বৌভাত অনুষ্ঠানে কাঁচা মরিচ উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি সামনে এলে শুরু হয় ব্যাপক আলোচনা। এ নিয়ে বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নানা ধরনের মুখরোচক আলোচনা-সমালোচনা ছিল উপভোগ করার মতো।

রোববার (২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি গ্রামে ঘটে এ ঘটনা। এ গ্রামের অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বৌভাতে উপহার হিসেবে এক কেজি কাঁচামরিচ উপহার দেন তারই এক বন্ধু।

গত মাত্র কয়েকদিনের কাঁচামরিচের কেজি প্রতি বাজার দাম উঠেছে ৫০০-৮০০ টাকা পর্যন্ত। দেশের কোথাও কোথাও ১২০০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। মরিচের দামের এমন ঝাঁঝে বৌভাতে আমন্ত্রিত রসিক অতিথির এমন কাণ্ডকে কোনোভাবেই অস্বাভাবিক মনে করছেন না ভুক্তভোগীরা। 

বন্ধুর বৌভাতে কাঁচা মরিচ উপহার দেয়া এস এম রায়হান বলেন, দাম যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে কাঁচামরিচ। এজন্যই, উপহার হিসেবে কাঁচামরিচ দেয়াটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। এটি কাঁচামরিচের মূল্যবৃদ্ধির মৌন প্রতিবাদও বটে।

এ প্রসঙ্গে বরের চাচা খলিলুর রহমান বলেন, আমাদের আজকের অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছেন। তবে আফ্রিদের বন্ধুর কাঁচামরিচ উপহার দেয়ার বিষয়টি শুধু চমকপ্রদই নয়, শিহরণ জাগানোও বটে। চোখে আঙুল দিয়ে সবাইকে বাজারের আগুন দেখিয়ে দেয়ার মতো এমন উপহার সাদরে গ্রহণ করা হয়েছে। 

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply