ইসরায়েলি আগ্রাসনে নতুনভাবে উত্তেজনা পশ্চিম তীরে, নিহত ১

|

ইসরায়েলি আগ্রাসনে নতুনভাবে উত্তেজনা ছড়ালো দখলকৃত পশ্চিম তীরে। সোমবার (৩ জুলাই) ভোরের ওই হামলায় প্রাণ হারিয়েছেন এক ফিলিস্তিনি। আরও একজন গুরুতর আহত হয়েছেন। খবর রয়টার্সের।

এ ঘটনায় ইহুদি সেনাদের বহরে পাল্টা হামলা চালায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। এছাড়া গাড়িতে অগ্নিসংযোগ করে তারা। ভোরের আলো না ফুটতেই জেনিন শরণার্থী শিবিরে চালানো হয় হামলা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, জেনিন ব্রিগেডের যৌথ অপারেশন সেন্টার ছিল টার্গেট। কারণ বিভিন্ন সন্ত্রাসী সংগঠগুলোর সাথে রয়েছে তাদের যোগাযোগ। তাছাড়া অস্ত্র ও গোলাবারুদ মজুদের একটি কারখানাতেও ছোড়া হয় মিসাইল।

গেলো মাসেই জেনিনে চালানো অভিযানে প্রাণ যায় ৬ ফিলিস্তিনির। ২০০৬ সালের পর, শরণার্থী শিবিরটিতে হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে চালানো হয় হামলা। সন্ত্রাসী নির্মূলের অজুহাতে প্রায়ই পশ্চিম তীরে আগ্রাসন চালায় ইসরায়েলি বাহিনী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply